স্ট্যাচু অব লিবার্টি ফেরত চান ফরাসি এমপি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১১:০৮ পিএম, ১৭ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্রের আইকন স্ট্যাচু অব লিবার্টি। এই ভাস্কর্যটি উত্তর আমেরিকার স্বাধীনতার প্রতীক। ফ্রান্সের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল এই মূর্তি। এবার সেই স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে নেওয়ার দাবি করেছেন ফ্রান্সের এক আইনপ্রণেতা।
বামপন্থি রাজনীতিবিদ রাফায়েল গ্লাকসম্যানের দাবি, যে কারণে যুক্তরাষ্ট্রকে এটি উপহার হিসেবে দেওয়া হয়েছিল, সেই মূল্যবোধের মর্যাদা দেয় না ট্রাম্প সরকার। আর তাই আমেরিকার কাছ থেকে স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে নেওয়া উচিত ফ্রান্সের।
রোববার এক জনসমাবেশে তিনি এ দাবি করেন বলে সোমবার ফরাসি সংবাদপত্র লা মন্ডের প্রতিবেদনে বলা হয়েছে। হিন্দুস্তান টাইমস।