রাঁচি থেকে ভারতীয় সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:৩৪ পিএম, ১৮ মার্চ ২০২৫

ভারতে ঝাড়খণ্ড রাজ্যে দেশটির এক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লেফটেন্যান্ট কর্নেল দিবাকর কুমার নামের ওই কর্মকর্তার মরদেহ মঙ্গলবার সকালে রাঁচির খেলাগাঁও হাউজিং সোসাইটির পার্কিং এলাকায় পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, ওই কর্মকর্তা খেলাগাঁও হাউজিং সোসাইটিতে থাকতেন। পার্কিংয়ে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে খেলগাঁও থানার একটি দল ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ এতে আত্মহত্যার সম্ভাবনা দেখছে। পরিবারের মতে, লেফটেন্যান্ট কর্নেল কুমার বিষণ্ণতার জন্য চিকিৎসাধীন ছিলেন এবং ওষুধও খাচ্ছিলেন। খেলগাঁও থানার অফিসার ইনচার্জ গজেশ কুমার বলেন, "এটি আত্মহত্যা, দুর্ঘটনা বা অন্য কোন জড়িত ছিল কিনা তা নিশ্চিত করতে আমরা মামলার সব দিক তদন্ত করছি।"
লেফটেন্যান্ট কর্নেল কুমার মূলত বিহারের মুজাফফরপুর জেলার বাসিন্দা। রাঁচির নামকুমের সেনা অফিসে তার পোস্টিং ছিল বলে জানা গেছে। পরিবারের সদস্যরা জানায়, সোমবার রাতে খাবার খেয়ে তিনি ভবনের বারান্দায় হাঁটতে গিয়েছিলেন। পরদিন সকালে হাউজিং সোসাইটির বাসিন্দারা তার মরদেহ দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেন।
খেলাগাঁও হাউজিং সোসাইটি রাঁচির বৃহত্তম আবাসিক কমপ্লেক্সগুলির মধ্যে একটি। লেফটেন্যান্ট কর্নেল কুমার ২০২২-২০২৪ সাল পর্যন্ত অধ্যয়নের জন্য ছুটিতে ছিলেন। তখন রাঁচি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগের স্কুলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
সূত্র : এনডিটিভি