জ্বালানি অবকাঠামোতে ৩০ দিনের হামলা বন্ধে রাজি পুতিন, পূর্ণ যুদ্ধবিরতিতে নয়


March 2025/Putin Trump phon.jpg

ইউক্রেনের জ্বালানি স্থাপনায় সাময়িকভাবে হামলা বন্ধ করতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতি অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়েছেন। যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন স্থায়ী শান্তি চুক্তির জন্য প্রথম পদক্ষেপ হবে।

বুধবার (১৯ মার্চ) প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 
 
মঙ্গলবার (১৮ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দীর্ঘ ফোনালাপের পর, কেবল জ্বালানি অবকাঠামোর উপর আক্রমণ বন্ধ করতে সম্মত হন পুতিন।

কিন্তু ৩০ দিনের যুদ্ধ বিরতির ট্রাম্পের প্রস্তাব অনুমোদন করেননি পুতিন। 
 
তবে মঙ্গলবার ট্রাম্প এবং পুতিনের ফোনালাপের পর হোয়াইট হাউস জানিয়েছে যে, কৃষ্ণ সাগরে একটি সামুদ্রিক যুদ্ধবিরতির পাশাপাশি সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং একটি স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে তাদের আলোচনা অবিলম্বে শুরু হবে।
 
কিন্তু আগামী রোববার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনায় ইউক্রেন থাকবে কিনা তা স্পষ্ট নয়।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, ট্রাম্পের সাথে ফোনে কথা বলার পর পুতিন রাশিয়ান সেনাবাহিনীকে জ্বালানি স্থাপনাগুলোতে আক্রমণ বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
 
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘তার দেশ ৩০ দিনের জন্য জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের প্রস্তাবকে সমর্থন করবে।’
 
তিনি বলেন, ‘রাশিয়া মঙ্গলবার গভীর রাতে ৪০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে, যা ইউক্রেনের রাজধানীকে ঘিরে থাকা কিয়েভ অঞ্চলসহ অন্যান্য এলাকায় আঘাত করেছে।’
 
অন্যদিকে পুতিন বলেন, ‘ইউক্রেনকে বিদেশি সামরিক সাহায্য এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ হলেই কেবল একটি ব্যাপক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।’

ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা এর আগে এই ধরনের শর্ত প্রত্যাখ্যান করেছে।
 
যদিও ক্রেমলিনের বিবৃতি অনুসারে, পুতিন উদ্বেগ প্রকাশ করেছেন যে, একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হলে ইউক্রেন আরও সৈন্য একত্রিত করার সুযোগ পেতে পারে।
  
তবে ট্রাম্প ফক্স নিউজকে জানিয়েছেন, ইউক্রেনে সামরিক সহায়তার বিষয়টি তাদের আলোচনায় আসেনি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×