ইসরায়েলের কাছে মানবতার কোন মূল্য নেই: প্রিয়াঙ্কা গান্ধী


March 2025/Priyanka Gandhi.jpeg
প্রিয়াঙ্কা গান্ধী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এক রাতেই নারী ও শিশুসহ চার শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এই ঘটনাকে 'ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড' আখ্যা দিয়েছেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।

তিনি ইসরায়েলের সমালোচনা করে বলেছেন, এসব কর্মকাণ্ড দেখায় যে- তাদের (ইসরায়েল) কাছে মানবতার কোন মূল্য নেই। 

বুধবার (১৯ মার্চ) কংগ্রেসের এই সাংসদ বলেন, ‘ইসরায়েলি সরকারের চার শতাধিক নিরীহ বেসামরিক নাগরিকের “ঠান্ডা মাথায়” হত্যাকাণ্ড প্রমাণ করে যে, তাদের কাছে মানবতা কোন মূল্য নেই।’

প্রিয়াঙ্কা গান্ধী জোর দিয়ে বলেছেন, তারা (ইসরায়েল) যত বেশি অপরাধমূলক কাজ করে, তত বেশি তারা নিজেদেরকে “কাপুরুষ” হিসেবে প্রকাশ করে।

অন্যদিকে ফিলিস্তিনি জনগণের সাহসিকতা প্রবল বলেও উল্লেখ করেছেন প্রিয়াঙ্কা। ফিলিস্তিনি জনগণের প্রশংসা করে তিনি বলেন, “তারা অকল্পনীয় দুর্ভোগ সহ্য করেছে তবুও তাদের মনোবল এখনও দৃঢ় এবং অটল।”

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই মন্তব্য করলেন প্রিয়াঙ্কা গান্ধী। চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে সেদিন এই হামলা চালায় ইসরায়েল।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×