হামাসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ভারতীয় গবেষক আটক


MARCH NAEEM 2ND/suri-fgb.webp

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক ভারতীয় গবেষককে আটক করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিষয়ক কর্তৃপক্ষ। ওই ব্যক্তির নাম বদর খান সুরি। তিনি যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এর কিছুদিন আগে একই অভিযোগে আরও এক ভারতীয় নাগরিকের ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

পলিটিকোর রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সরকার সুরির বিরুদ্ধে হামাসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে।

ওই ঘটনার কিছুদিন আগে হামাসকে সমর্থনের অভিযোগে ট্রাম্প প্রশাসন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রজনি শ্রীনিবাসনের স্টুডেন্ট ভিসা বাতিল করে। ১১ই মার্চ যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃক গ্রেপ্তারের ভয়ে নিজের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন শ্রীনিবাস।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×