আল-আকসা মসজিদে যাওয়ার পথে ৬০ জনকে আটক ইসরায়েলের


Jan 2025/Feb 2025/al-aqsa-mosque-20250320224302.jpg

দখলকৃত জেরুজালেম থেকে পবিত্র আল-আকসা মসজিদে যাওয়ার সময় ৬০ জনকে আটক করেছে দখলদার ইসরায়েল। তারা বাসে করে গতকাল বুধবার (১৯ মার্চ) আল-আকসায় যাচ্ছিলেন। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, আজও তাদের আটকে রেখেছে দখলদার ইসরায়েল। তাদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি ইসরায়েল।

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হলো আল-আকসা মসজিদ। এটি মুসলিমদের প্রার্থনার স্থান হলেও ইহুদিবাদী ইসরায়েল সেখানে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে রাখে। বিশেষ করে পবিত্র রমজান মাসে এসব নিষেধাজ্ঞা বেড়ে যায়।

তা সত্ত্বেও গত শুক্রবার আল-আকসায় জুমার নামাজে ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছিলেন। তবে শুধুমাত্র ৫৫ বছরের ওপর এবং ৫০ বছরের ওপরে নারীদের পবিত্র এ মসজিদটিতে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। এছাড়া সবাইকে দখলদার ইসরায়েলের কাছ থেকে পাসও সংগ্রহ করতে হয়েছিল। এ কারণে ফিলিস্তিনের বেশিরভাগ মানুষ ইসলামের পবিত্র এ মসজিদে নামাজ পড়তে পারেনি। যারা নামাজ পড়েছিলেন তাদের বেশিরভাগই ইসরায়েলি ফিলিস্তিনি ছিলেন।

মুসলিমরা বিক্ষোভ করতে পারেন এমন ভয় থেকে তরুণদের আল-আকসায় প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল। কম বয়সী কেউ যেন সেখানে না আসতে পারে তাই জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে রেখেছে ইসরায়েলি পুলিশ।

সূত্র: আলজাজিরা

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×