ইসরায়েলের গোয়েন্দাপ্রধান রোনেন বরখাস্ত


March 2025/Ronen.webp
রোনেন বার

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে ওঠে। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে বরখাস্তের পক্ষে মত দেন মন্ত্রিসভার সদস্যরা। খবর বিবিসির।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল তা অনুমান করতে ব্যর্থতার জন্য রোনেন বারকে বরখাস্ত করা হয় বলে জানা গেছে। ২০২১ সালের অক্টোবরে রোনেন বার শিন বেতের প্রধান হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন। আর ১৯ দিন পর ১০ এপ্রিল তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।  

রোনেন বারের সঙ্গে ‘অবিশ্বাসের’ সম্পর্কের অভিযোগ এনে রোববার (১৬ মার্চ) বিবৃতিতে তাকে বরখাস্ত করার বিষয়ে ইচ্ছার কথা জানিয়েছিলেন নেতানিয়াহু। 

এদিকে বরখাস্তের সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন রোনেন বার।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন। ২৫১ জনকে জিম্মি করে হামাস। তাদের মধ্যে দফায় দফায় অনেককে মুক্তি দেওয়া হলেও এখনও ৫৯ জন জিম্মি আছেন। তাদের অর্ধেকই জীবিত বলে ধরে নেওয়া হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ৪৮ হাজার ৫২০ জনেরও বেশি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। বাস্তুচ্যুত হন ২১ লাখ বাসিন্দা। আনুমানিক ৭০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। খাদ্য, জ্বালানি, ওষুধ ও আশ্রয়ের অভাব রয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×