গাজার ধ্বংসস্তূপ থেকে ২৫ দিনের শিশু উদ্ধার
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:২২ পিএম, ২১ মার্চ ২০২৫

গাজা উপত্যকার খান ইউনিসের বাইরে সীমান্তের কাছে মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় ভেঙে পড়া ভবনের ধ্বংসাবশেষ তন্ন তন্ন করে খুঁজছিলেন উদ্ধারকারীরা। কেউ আটকে পড়েছে কিনা, তা দেখছিলেন তারা। তখনই ধ্বংসস্তূপের নিচ থেকে একটি নবজাতকের কান্নার শব্দ ভেসে আসে। একজন দৌড়ে এসে জীবিত শিশুটিকে কোলে তুলে নেয়। তার শরীরে কম্বল মোড়ানো। এ সময় সবার মুখ থেকে ‘আল্লাহু আকবার’ ধ্বনি বেরিয়ে আসে।
এরপর তাকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়। প্যারামেডিকরা যখন শিশুটিকে পরীক্ষা করছিল, তখন সে থেমে থেমে নড়ে উঠছিল। গত মঙ্গলবার সাহ্রির সময় আকস্মিক ইসরায়েলি বিমান হামলায় শিশুটির দাদা ছাড়া বাবা-মা ও ভাই নিহত হন।
হাজেন আত্তার নামের এক বেসামরিক প্রতিরক্ষাকর্মী বলেন, স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করে আমরা জানতে পারি, শিশুটির বয়স ২৫ দিন। বিমান হামলার পর থেকেই ইটপাথরের ভেতরে আটকা পড়ে সে। তখন থেকে শিশুটি কান্না করে যাচ্ছিল। ধীরে ধীরে তার গলার স্বর কমে নীরব হয়ে যায়। আর কাঁদতে পারছিল না। এর পর তাকে আমরা উদ্ধার করেছি। আল্লাহর কাছে শুকরিয়া যে, সে এখন নিরাপদ। মেয়ে শিশুটির নাম ইল্লা ওসামা আবু দাগ্গা। ২৫ দিন আগে গাজায় নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যে শিশুটি জন্ম নিয়েছে। এপি।