ইসরায়েলে একের পর এক রকেট হামলা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১১:৪২ পিএম, ২২ মার্চ ২০২৫

লেবানন থেকে ইসরায়েলে একের পর এক রকেট হামলা চালানো হয়েছে। এর প্রেক্ষিতে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলাসহ গোলা নিক্ষেপ করে ইসরায়েল। শনিবার (২২ মার্চ) এ ঘটনা ঘটে। এর ফলে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে হওয়া এক বছরের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন শঙ্কা দেখা দিয়েছে। খবর রয়টার্স
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয় গাজা যুদ্ধকে কেন্দ্র করে। এক পর্যায়ে ইসরায়েল লেবাননে ভয়াবহভাবে হামলা চালালে এতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত হয়।
এদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে শনিবার ইসরায়েলে চালানো হামলার দায় অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, রকেট হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং তারা যুদ্ধবিরতি সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
ইসরায়েল সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, কারা রকেট ছুড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ছয়টি রকেট নিক্ষেপ করা হলেও তিনটি রকেট প্রতিহত করা হয়েছে।
ইসরায়েলি গোলা লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি শহরে আঘাত হেনেছে, তেল আবিবের বিমান সীমান্ত সংলগ্ন আরও তিনটি শহরে হামলা চালিয়েছে, বলেছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
রয়টার্স এ প্রসঙ্গে হিজবুল্লাহর মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে গোষ্ঠীটির কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।