সীমান্তে ভারতীয় বাহিনীর সঙ্গে ব্যাপক গোলাগুলি
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:৩০ এম, ২৪ মার্চ ২০২৫

পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত বন্দুকযুদ্ধে জড়িয়েছে ভারতীয় বাহিনী। এতে ব্যাপক গোলাগুলির শব্দ শুনেছেন স্থানীয়রা। এই ঘটনায় হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি ভারত।
টাইমস অব ইন্ডিয়া বলছে, রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনী এবং দুষ্কৃতিকারীদের মধ্যে একটি ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা ঘটনার ভয়াবহতা বর্ণনা করেছেন। এই অঞ্চলে তিন থেকে পাঁচজন দুষ্কৃতিকারীকে দেখা যাওয়ার পরে নিরাপত্তাবাহিনী অভিযান শুরু করে।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি জঙ্গলে ভারী অস্ত্রে সজ্জিত ছিল দুষ্কৃতিকারীরা। ৪৮ বছর বয়সী স্থানীয় বাসিন্দা অনিতা দেবী দাবি করেছেন, জঙ্গলে কাঠ আনতে গেলে দুষ্কৃতিকারীরা তার স্বামীকে বন্দুকের মুখে আটক করে। তখন সে চিৎকার করে পালিয়ে আসে।
অনিতা দেবী পিটিআইকে বলেন, "সন্ত্রাসীরা আমার স্বামীকে বন্দুকের মুখে আটকে, আমাকে তাদের কাছে যেতে বলেছিল। কিন্তু আমার স্বামী পালানোর ইঙ্গিত দিলে আমি দৌড় দিই। তাদের মধ্যে একজন আমাকে থামানোর চেষ্টা করলে, চিৎকার করতে শুরু করি। তখন ঘাস কাটতে থাকা আরও দুই ব্যক্তির এগিয়ে আসলে ওই দুষ্কৃতিকারী চলে যায়।"
জেলা উন্নয়ন কাউন্সিলর করণ কুমার বলেছেন যে প্রায় ২৫০ রাউন্ড তীব্র গুলির শব্দ শোনা গেছে। তিনি বলেন, গ্রামে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আমরা প্রায় ২৫০ রাউন্ড তীব্র গুলির শব্দ শুনেছি।
জানা গেছে, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) পুলিশের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান অভিযান শুরু করার পর গোলাগুলি শুরু হয়। নিরাপত্তা কর্মীরা প্রবেশ করার সাথে সাথে তারা প্রচন্ড গোলাগুলির মধ্যে পড়ে, পরে তীব্র গুলি বিনিময় শুরু করে।