কলকাতায় বাংলাদেশ মিশনে স্বাধীনতা দিবস পালিত


MARCH NAEEM 2ND/india-.jpg

পরাধীনতার শিকল ভেঙে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীন হয় বাংলাদেশ। তাই ২৬ মার্চকে বাংলাদেশে স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকালে মিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন মিশনের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার জনাব মহম্মদ আশরাফুর রহমান শিকদার। এ সময় উপস্থিত ছিলেন মিশনের সকল কর্মকর্তা কর্মচারীসহ সোনালী ব্যাংক ও বাংলাদেশ বিমানের কর্মকর্তারা।

এরপর মিশনের অবস্থিত বাংলাদেশ গ্যালারিতে মহান স্বাধীনতা দিবসের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণী পাঠ করেন মিশনের কর্মকর্তারা। দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিশনের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার শিকদার। পরে বাংলাদেশ ও দেশবাসীর জন্য মোনাজাত করা হয়।

বিদেশের মাটিতে কলকাতার এই ভবনেই প্রথম উঠেছিল বাংলাদেশের জাতীয় পতাকা। ১৯৭১ সালের ১৮ এপ্রিল পাকিস্তানের পতাকা নামিয়ে বেলা ১২টার পর বাংলাদেশের পতাকা তোলেন তৎকালীন হাইকমিশনার। ফলে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের একটি ঐতিহাসিক গুরুত্বও রয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×