বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দিল্লিতে ভারত সরকারের উদ্যোগে গোলটেবিল


MARCH NAEEM 2ND/kjzscjk.jpg

আলোচকদের মধ্যে ছিলেন (বাঁ থেকে) কানওয়াল সিব্বাল, স্বরূপ প্রসাদ ঘোষ, ভিনা সিক্রি ও জেনারেল ভিকে চতুর্বেদীআলোচকদের মধ্যে ছিলেন (বাঁ থেকে) কানওয়াল সিব্বাল, স্বরূপ প্রসাদ ঘোষ, ভিনা সিক্রি ও জেনারেল ভিকে চতুর্বেদী

বাংলাদেশের তথাকথিত ‘রাজনৈতিক অস্থিরতা’র কী প্রভাব দেশে ও দেশের বাইরে পড়তে পারে, তা নিয়ে ভারত সরকারের উদ্যোগে একটি দু’দিনব্যাপী গোলটেবল অনুষ্ঠিত হলো রাজধানী দিল্লিতে।

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর ভারত সরকারের দিক থেকে এটাই ছিল এই ধরনের প্রথম উদ্যোগ। ভারতের প্রথম সারির সরকারি কর্মকর্তা, বিশ্লেষক, সাবেক কূটনীতিবিদ, থিঙ্কট্যাঙ্ক ফেলো, সাংবাদিক, গবেষক, অর্থনীতিবিদ, সাবেক সেনা কর্মকর্তারা দুদিনের আলোচনায় বাংলাদেশ পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে চুলচেরা আলোচনা করেছেন।

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন সংস্থা মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ (মাকাইয়াস) ছিল এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। তাদের সঙ্গে আরএসএস প্রভাবিত ‘অন্তর রাষ্ট্রীয় সহযোগ পরিষদ’ (এআরএসপি) ও কেন্দ্রীয় সরকারের ‘সেন্টার ফর স্টাডিজ ইন ইন্টারন্যাশনাল রিলেশনস’ (সিএসআইআর) এই অনুষ্ঠানে যুক্ত ছিল সহযোগী প্রতিষ্ঠান বা ‘নলেজ পার্টনার’ হিসেবে।

দিল্লির প্রাণকেন্দ্র লোদী গার্ডেন সংলগ্ন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে (আইআইসি) ২৬ ও ২৭ মার্চ এই গোলটেবিল অনুষ্ঠিত হয়।

ভারত সরকার যে শুরু থেকে শেষ পর্যন্ত এই উদ্যোগে সব ধরনের সমর্থন দিয়েছে, সেটাও কোনও গোপন বিষয় নয়।

আলোচনার বিভিন্ন সেসনের মূল বিষয়গুলো ও প্যানেলিস্টরা ছিলেন এরকম— ২৬ মার্চ সকালে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মাকাইয়াসের কার্যনিবাহী পরিষদের চেয়ারম্যান, অধ্যাপক রাধারমণ চক্রবর্তী। তার পর ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার ভিনা সিক্রির উদ্বোধনী ভাষণের মধ্যে দিয়ে আলোচনার সূচনা হয়।

প্রথম সেসনের বিষয় ছিল ‘বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ডেভেলপমন্ট সমূহ’। সঞ্চালনা করেন মাকাইয়াসের ‘আজাদ ফেলো’ অধ্যাপক রূপেন্দ্র কুমার চ্যাটার্জি; আলোচনায় অংশ নেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী দেবেন্দ্র শর্মা, ইকোনমিক টাইমসের কূটনৈতিক সম্পাদক দীপাঞ্জন রায়চৌধুরী ও দ্য ইন্ডিয়ান এক্সেপ্রেসের কূটনৈতিক সংবাদদাতা শুভজিৎ রায়।

দ্বিতীয় সেসনের বিষয় ছিল ‘বাংলাদেশে ক্রমবর্ধমান মৌলবাদ ও সংখ্যালঘুদের অবস্থা’। সাবেক রাষ্ট্রদূত ভিনা সিক্রি, অধ্যাপক রঞ্জন মল্লিক ও মাকাইয়াসের পরিচালক ড. স্বরূপ প্রসাদ ঘোষকে নিয়ে গঠিত প্যানেলের সঞ্চালক ছিলেন লেখক-সাংবাদিক ও রাজ্যসভার সাবেক এমপি স্বপন দাশগুপ্ত।

অনুষ্ঠানের একটি আমন্ত্রণলিপি

দিনের দ্বিতীয়ার্ধে তৃতীয় সেসনটি আলোচনা করে ‘বাংলাদেশের সংকটে বাইরের শক্তিগুলোর ভূমিকা’ নিয়ে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল ছিলেন সঞ্চালকের চেয়ারে, আলোচনায় অংশ নেন সাংবাদিক জয়ন্ত রায়চৌধুরী, জেএনইউ-এর অধ্যাপক স্বরণ সিং, মনন দ্বিবেদী ও সাবেক রাষ্ট্রদূত আর কে রায়না – যিনি বাংলাদেশে ভারতের সহকারী হাই কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রথম দিনের চতুর্থ তথা শেষ সেসনের আলোচ্য বিষয় ছিল ‘বাংলাদেশের অর্থনৈতিক সংকটের প্রভাব কী পড়বে?’ দিল্লির থিঙ্কট্যাঙ্ক আরআইএসের মহাপরিচালক, অধ্যাপক শচীন চতুর্বেদীর সঞ্চালনায় ওই আলোচনাতে অংশ নেন জম্মু ইউনিভার্সিটির অধ্যাপক ও অর্থনীতিবিদ দীপঙ্কর সেনগুপ্ত, আরআইএসের অর্থনীতিবিদ ড: সব্যসাচী সাহা এবং ‘দ্য হিন্দু বিজনেসলাইনে’র সাংবাদিক প্রতিমরঞ্জন বোস।  

দ্বিতীয় দিনের (২৭ মার্চ) আলোচনা শুরুই হয় ‘বাংলাদেশের প্রতিবেশীদের জন্য বর্ডার ম্যানেজমেন্ট (সীমান্ত ব্যবস্থাপনা)’ নিয়ে। পন্ডিচেরি ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক গুরমিত সিং আলোচনাটি চেয়ার করেন, যাতে অংশ নেন দিল্লির নামী থিঙ্কট্যাঙ্ক আইডিএসএ-র দুজন ফেলো পুষ্পিতা দাস ও উত্তম কুমার সিনহা এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাবেক অতিরিক্ত মহাপরিচালক এস কে সুদ।

আলোচনার শেষ অ্যাকাডেমিক সেসনটির বিষয় ছিল ‘বাংলাদেশ সংকটের সিকিওরিটি ইমপ্লিকেশসন (নিরাপত্তাগত প্রভাব)’। ভারতের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী জেনারেল ভি কে চতুর্বেদীর সঞ্চালনায় এই আলোচনায় অংশ নেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. জেনারেল নিতিন কোহলি এবং মনোহর পারিকর-আইডিএসএ’র দু’জন সিনিয়র গবেষক তথা বাংলাদেশ ওয়াচার, স্ম্রুতি পট্টনায়ক আর রাজীব নয়ন।

অনুষ্ঠানের মূল আয়োজক, কলকাতার ‘মাকাইয়াস’

বৃহস্পতিবার আলোচনার শেষ দিনে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার কক্ষে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করে ভারতের বিভিন্ন থিঙ্কট্যাঙ্ক, যারা বাংলাদেশ নিয়ে কাজ করে থাকে।

ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই আলোচনাটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ – এই প্রতিবেদককে জানিয়েছেন আলোচনায় অংশ নেওয়া একজন সাবেক শীর্ষ কূটনীতিবিদ।  

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×