ঈদের তারিখ জানাল মালয়েশিয়া


March 2025/Eid Mal.jpg

বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র রমজান মাস শেষের পথে। দেশে দেশে শুরু হয়েছে ঈদুল ফিতরের প্রস্তুতি। অপেক্ষা চাঁদ দেখার। এরই মধ্যে বিভিন্ন দেশ ঈদের তারিখ ঘোষণা শুরু করেছে। অস্ট্রেলিয়া, ব্রুনেইয়ের পর এবার ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া।

সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে সোমবার (৩১ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

এর আগে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া।

এরপর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনেই।
দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×