এবার ভারত, পাকিস্তানে ঈদের তারিখ ঘোষণা


March 2025/Eid India Pakistan.jpg

অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের পর এবার ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে। এই তিন দেশ জানিয়েছে, শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান। এরপরই চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্ব উদযাপন করবে পবিত্র ঈদুল ফিতর।
 
বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করে। 
 
ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি। ঈদের তারিখও জানাল সবার আগে।
 
এরপর দ্বিতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানানো হয়েছে।
 
তৃতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ মালয়েশিয়া। এই দেশটিতেও সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানানো হয়েছে। 
 
বাংলাদেশে রোববার (৩০ মার্চ) খোলাচোখে চাঁদ দেখা যেতে পারে। ফলে সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে মনে করা হচ্ছে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×