ইসরায়েলে ইয়েমেনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:১৫ পিএম, ৩০ মার্চ ২০২৫

ইসরায়েলের সামরিক বাহিনী অভিযোগ করেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রোববার (৩০ মার্চ) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে তেল আবিবের বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত বেজে ওঠে। খবর আরব নিউজের।
বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরই সেটি ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের আগে প্রতিহত করা হয়।
ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকেই ইসরায়েলে হামালা চালিয়ে আসছে।
এছাড়া গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধে লোহিত সাগরেও বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতিরা। তবে গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর হামলা বন্ধ রাখে এই গোষ্ঠীটি। পরবর্তী গত ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় ফের হামলা শুরু করলে তার প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে ইয়েমেনি যোদ্ধার।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখ ১৪ হাজারের অধিক ফিলিস্তিনি।