মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ১৭০০, নতুন ভূমিকম্পে ফের আতঙ্ক
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:৩২ পিএম, ৩০ মার্চ ২০২৫

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির সামরিক প্রধান মিন অং হ্লাইং। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক ফোনালাপে তিনি জানান, প্রায় ৩ হাজার ৪০০ মানুষ আহত হয়েছেন এবং ৩০০ জন এখনো নিখোঁজ।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন মিন অং হ্লাইং।
মান্দালয়ের কাছে ফের ভূমিকম্প:
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রোববার (৩০ মার্চ) স্থানীয় সময় দুপুর ৩টা ৩৮ মিনিটে মিয়ানমারের মান্দালয়ের ২৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ম্যাটারা টাউনশিপে ৫ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে।
এছাড়া, মধ্যরাতে একই এলাকায় ৪ দশমিক ২ মাত্রার আরও একটি কম্পন রেকর্ড করা হয়।
ম্যাটারার পাশের শহর আমরাপুরার এক বাসিন্দা বিবিসি বার্মিজকে জানিয়েছেন, গত ২৮ মার্চের প্রধান ভূমিকম্পের পর এটিই সবচেয়ে শক্তিশালী কম্পন ছিল।
উদ্ধার অভিযান অব্যাহত:
মিয়ানমারে ভূমিকম্পে বিধ্বস্ত ভবনগুলোর নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো। এখন পর্যন্ত শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অগ্নিনির্বাপণ বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, শুক্রবারের (২৮ মার্চ) ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত সাগাইং শহরে এখন পর্যন্ত ৩৬ জনকে জীবিত ও ৮৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, মান্দালয়ের পিয়াও বওয়ে টাউনশিপে ভবন ধসে ১৬১ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
ধ্বংসস্তূপের নিচে ২০০ ভিক্ষু আটকা থাকার শঙ্কা:
মান্দালয়ের উ হ্লা থেইন মন্দিরের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১৩ জন ভিক্ষুকে উদ্ধার করা হয়েছে এবং মোট ৫৮ জনকে জীবিত বের করে আনা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, এখনো প্রায় ২০০ জন ভিক্ষু সেখানে আটকা পড়ে আছেন।
৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার বৃদ্ধা:
রাজধানী নেপিদোতে ৩৬ ঘণ্টা ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধারের পর ভিডিওতে দেখা গেছে, জরুরি সেবাকর্মীদের ঘিরে রাখা স্ট্রেচারে শুয়ে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে।