ইসরায়েলের মন্ত্রিসভায় ভাঙনের সুর, অর্থমন্ত্রীর পদত্যাগ


March 2025/Bejalel.webp
বেজালেল স্মোট্রিচ

ইসরায়েলের মন্ত্রিসভায় ভাঙনের সুর বাজছে। পদত্যাগ করেছেন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তেলআবিবের সরকারি সূত্র ইসরায়েলি চ্যানেল-১২-কে এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (৩১ মার্চ) সেই বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ‘অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগের ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডানপন্থী জোটের মধ্যে উত্তেজনা আরও তীব্র হলো। এ জোট ভেঙে গেলে তেলআবিবে রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা করা হচ্ছে। ফলে আগাম নির্বাচন হলে প্রধানমন্ত্রীর পদ হারাতে পারেন নেতানিয়াহুও।’

স্মোট্রিচ পদত্যাগ করে নেসেটে ফিরে এসেছেন। এবার তিনি তার নেতৃত্বাধীন অতি-ডানপন্থী ধর্মীয় জায়োনিজম পার্টির সাধারণ আইনপ্রণেতা হিসেবে কাজ করবেন।

জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের সাথে নেসেট সদস্য জভি সুক্কোতকে পুনর্বহাল করার বিষয়ে বিরোধের মধ্যে এই পদত্যাগপত্র প্রকাশিত হয়েছে।

এ নিয়ে এক বিবৃতি দিয়েছে স্মোট্রিচের ধর্মীয় জায়োনিজম পার্টি। তাতে ওটজমা ইয়েহুদিত দলের প্রধান বেন-গভিরকে স্মোট্রিচ এবং নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ দলের মধ্যে করা রাজনৈতিক চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে গুরুত্বপূর্ণ নিয়োগ এবং নীতিমালা নিয়ে অভ্যন্তরীণ বিভাজনে জড়িয়েছেন দলগুলোর নেতারা। এই পদক্ষেপটি ইসরায়েলের অতি-ডানপন্থী জোটের মধ্যে ক্রমবর্ধমান ভাঙন এবং অসন্তোষ প্রকাশ্যে আনল।

প্রসঙ্গত, গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে দ্বিমত করেন ইসরায়েলের অতি-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। এর জেরে তিনি গত জানুয়ারি মাসে পদত্যাগ করেন। তার সঙ্গে তার জাতীয়তাবাদী-ধর্মীয় দল ওজামা ইয়েহুদিতের আরও দুই মন্ত্রীও পদত্যাগ করেছিলেন। পরে মার্চে বেন গভিরকে জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ দেন নেতানিয়াহু।

এ ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির নিরাপত্তা বাহিনীর প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থতার দায়ে তাকে বরখাস্ত করা হয়। কিন্তু ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারাও নেতানিয়াহুর এই পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমন নিয়োগ-বরখাস্ত সিদ্ধান্তেও ইসরায়েলের গুরুত্বপূর্ণ অনেক নেতা এবং সরকারি কর্মকর্তা নেতানিয়াহুর বিরোধিতা করছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×