বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে ফের ইসরাইলের হামলা, নিহত ৩


March 2025/Bairot Hizbullah.jpg

লেবাননের বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে হামলাটি চালানো হয়। তিন দিনের মধ্যে সেখানে দ্বিতীয় বারের মতো হামলা চালালো ইসরাইল। সংবাদ রয়টার্সের।
 
সেনাবাহিনী জানিয়েছে, তারা বৈরুতের একটি ভবনে হামলা চালিয়েছে এবং হিজবুল্লাহর একজন সদস্য সেই ভবনে ছিলেন। তাদের দাবি, এই সদস্য ইসরাইলে হামলা চালাতে হামাসকে সাহায্য করছিল।
 
সেনাবাহিনী বিবৃতিতে আরও জানায়, ‘হামলাটি হিজবুল্লাহর এক সদস্যকে লক্ষ্য করে করা হয়েছিল। যিনি সম্প্রতি হামাস কর্মীদের হামলার নির্দেশ দিয়েছিলেন এবং ইসরাইলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ এবং ‘সন্ত্রাসী হামলার’ পরিকল্পনায় তাদের সহায়তা করেছিলেন।’  
 
তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি। 

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় শহরজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। হামলায় ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয় বলেও জানায় তারা।  
 
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি এক বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটায় লেবাননে। যুদ্ধবিরতি অনুযায়ী দক্ষিণ লেবাননকে হিজবুল্লাহ যোদ্ধা ও অস্ত্রমুক্ত করার কথা বলা হয়। 
 
এছাড়া ওই অঞ্চলে লেবাননের সেনা মোতায়েন করার এবং ইসরাইলি স্থল সেনাদের ওই অঞ্চল থেকে প্রত্যাহার করার নির্দেশ দেয়া হয়। কিন্তু উভয়পক্ষই একে অপরকে সেই শর্তগুলো পুরোপুরি পালন না করার অভিযোগ করে।

এর আগে গত শুক্রবার (২৮ মার্চ) সেখানকার আরেকটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরাইল। যে ভবনটি হিজবুল্লাহর ড্রোন উৎপাদন কেন্দ্র বলে দাবি করা হয়েছিল। তবে সেই দাবি প্রমাণিত হয়নি। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×