যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক বরখাস্ত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১২:৪৭ পিএম, ০৪ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের শক্তিশালী সাইবার গোয়েন্দা ব্যুরো, জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) পরিচালক এবং উপ-পরিচালককে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। সিনেট ও হাউস গোয়েন্দা কমিটির সদস্য এবং বিষয়টি সম্পর্কে জানেন- এমন দুই সাবেক কর্মকর্তার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
জেনারেল টিমোথি হফ, যিনি মার্কিন সাইবার কমান্ড - সেনাবাহিনীর আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক সাইবার ইউনিটের নেতৃত্ব দিয়ে আসছিলেন; তাকে বরখাস্তের ঘটনা পুরো মার্কিন গোয়েন্দা বিভাগের জন্য এক বড় ধাক্কা।
সাবেক কর্মকর্তা এবং আইন প্রণেতাদের মতে, জাতীয় নিরাপত্তা সংস্থারয় টিমোথি হাফের ডেপুটি ওয়েন্ডি নোবেলকেও অপসারণ করা হয়েছে।
তবে সিনেট ও হাউস গোয়েন্দা কমিটির শীর্ষ ডেমোক্র্যাটরা, সিনেটর মার্ক ওয়ার্নার ও প্রতিনিধি জিম হাইমস বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে বিবৃতিতে, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে এই ভূমিকায় দায়িত্ব পালনকারী হাফ হফকে বরখাস্ত করার নিন্দা জানিয়েছেন।
হফ ও নোবেলকে কেন বরখাস্ত করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
দুই সাবেক কর্মকর্তা জানিয়েছেন, অভিজ্ঞ সামরিক কর্মকর্তা এবং সাইবার কমান্ডের ডেপুটি লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম হার্টম্যানকে কমান্ড এবং জাতীয় নিরাপত্তা সংস্থার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হতে পারে।