ভারতীয়দের রক্ত ফুটছে, হামলাকারীরা কঠিনতম শাস্তি পাবে: মোদি


MARCH NAEEM 2ND/modi-13-20250427144943.jpg

জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতের প্রতিটি নাগরিকের “রক্ত ফুটছে” বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ভারতীয়দের প্রত্যেকেই নিহতদের পরিবারের যন্ত্রণায় শোকাহত।

এছাড়া হামলাকারীরা কঠিনতম শাস্তি পাবে বলেও জানিয়েছেন তিনি। আর তাই এই সংকটের সময়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মোদি। মন কি বাত অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এমন মন্তব্যই করেন তিনি। 

রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় এই প্রধানমন্ত্রী বলেন, পেহেলগামের এই হামলা সন্ত্রাসের মদতদাতাদের হতাশা এবং কাপুরুষতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, “কাশ্মিরে শান্তি ফিরছিল, স্কুল-কলেজ ছিল সরব, উন্নয়নকাজ চলছিল দ্রুত গতিতে, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল, পর্যটক সংখ্যা ছিল রেকর্ড পর্যায়ে, মানুষের আয় বাড়ছিল এবং তরুণদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছিল। দেশের ও কাশ্মিরের শত্রুরা এই অগ্রগতি মেনে নিতে পারেনি।”

মোদি আরও বলেন, দেশের প্রতিটি রাজ্য, প্রতিটি ভাষাভাষী মানুষের হৃদয়ে এই হামলার যন্ত্রণা গভীরভাবে স্পর্শ করেছে। তিনি বলেন, “হামলার সেই ছবি দেখে প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুঁটছে।”

তিনি আশ্বাস দেন, যারা এই হামলার পেছনে রয়েছে তাদের কঠিনতম শাস্তি দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ভারতীয় এই প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ১৪০ কোটি ভারতীয়ের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই ঐক্যের ওপর ভর করেই আমরা চূড়ান্তভাবে সন্ত্রাসকে পরাস্ত করব।”

গত ২২ এপ্রিল ভারতশাসিত জম্মু-কাশ্মিরের পেহেলগামের বাইসরান অঞ্চলে হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মিরি বাসিন্দা নিহত হন। এটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মোদি বলেন, “আমরা প্রতিটি সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের খুঁজে বের করব এবং এমন শাস্তি দেব যা তারা কল্পনাও করতে পারবে না। সময় এসেছে সন্ত্রাসের আশ্রয়স্থল সম্পূর্ণভাবে ধ্বংস করার। ১৪০ কোটি মানুষের দৃঢ় সংকল্প সন্ত্রাসের মদতদাতাদের চূর্ণ করে দেবে।”

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×