
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের ভারত সফরে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। বিমানবন্দরে বিরল কূটনৈতিক সৌজন্য দেখাতে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রানওয়েতে হাতমেলানোর পর মোদি পুতিনকে আলিঙ্গন করে নয়াদিল্লি-মস্কো সম্পর্কের বন্ধুত্বের বার্তা দেন। এরপর দুই নেতা একই গাড়িতে রওনা হন।
একই দিনে প্রধানমন্ত্রী মোদি রুশ প্রেসিডেন্টকে বিশেষ উপহার হিসেবে রুশ ভাষায় অনূদিত ‘গীতা’ প্রদান করেছেন। মোদি মাইক্রোব্লগিং সাইট এক্স-এ লিখেছেন, ‘রুশ প্রেসিডেন্ট পুতিনকে এক কপি গীতা উপহার দিয়েছি। বিশ্বব্যাপী লাখ লাখ মানুষকে অনুপ্রেরণা দেয় গীতা।’
এটি পুতিনের চার বছরেরও বেশি সময় পরে ভারতের প্রথম রাষ্ট্রীয় সফর। তিনি ২৩তম বার্ষিক ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশে এসেছেন। ২৭ ঘণ্টার এই সফরে, ইউক্রেন সংকটের পর এটি তাঁর প্রথম ভারত আগমন। তিনি দুই দিন ভারতের মাটিতে থাকবেন।
এনডিটিভি জানিয়েছে, গত বছরের জুলাইয়ে মস্কো সফরে পুতিন নরেন্দ্র মোদির জন্য একটি ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন। সেই প্রতিদানস্বরূপ, এবার দিল্লিতে মোদি পুতিনের জন্য ব্যক্তিগত নৈশভোজের ব্যবস্থা করেছেন। শুক্রবার সকালে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
এরপর রাষ্ট্রপতি ভবনে রুশ প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে। দুপুরে হায়দরাবাদ হাউসে ভারতের সর্বোচ্চ স্তরের দ্বিপক্ষীয় আলোচনার ঐতিহ্যবাহী স্থানটিতে দুই নেতার মধ্যে ভোজ অনুষ্ঠিত হবে।
সফরের সূচিতে রয়েছে পুতিনের রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানও।
সূত্র: হিন্দুস্তান টাইমস