
সরকারবিরোধী বিক্ষোভে আবারও উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিবের প্রধান সড়কগুলোতে নেমে আসে বিপুলসংখ্যক মানুষ।
রোববার (১৮ জানুয়ারি) দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলার সুষ্ঠু তদন্তে স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠনের দাবিতে হাজারো বিক্ষোভকারী একত্রিত হন।
বিক্ষোভকারীদের অভিযোগ, গাজা যুদ্ধের সূত্রপাত ঘটানো ওই হামলার দায় স্বীকার বা এর রাজনৈতিক জবাবদিহিতা এড়াতে চাইছে নেতানিয়াহু প্রশাসন। এর প্রতিবাদে তেল আবিবজুড়ে নেতানিয়াহুবিরোধী পোস্টার হাতে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
প্রতিবাদে অংশ নেওয়া অনেককে ইসরায়েলের পতাকা গায়ে জড়িয়ে এবং নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক মুখোশ পরে রাস্তায় নামতে দেখা যায়। একই সঙ্গে হামাসের হাতে আটক থাকা শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ দ্রুত ফিরিয়ে আনার দাবিও তোলা হয় বিক্ষোভ থেকে।
সূত্র: টাইমস অব ইসরায়েল।