দাওয়া ইলাল্লাহ মৌসুমি কাজ নয়, সার্বক্ষণিক দায়িত্ব: আজহারী


TRT 03-10-2024/ajhari.jpg

গণমানুষকে কল্যাণের পথে আহ্বান করতে, হতাশাচ্ছন্ন মানুষকে আশাবাদী ও উজ্জীবিত করতে একজন দাঈর সার্বক্ষণিক দায়িত্ব নিয়ে কথা বলেছেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন, ‘আদ-দা’ওয়াহ ইলাল্লাহ’ কোনো মৌসুমি কাজ নয়। এটা একজন দাঈর সার্বক্ষণিক কাজ। ইটস এ্যা লাইফলং কমিটমেন্ট।’

মাওলানা আজহারী আরও বলেন, ‘দেশে কিংবা প্রবাসে, মিম্বারে কিংবা মঞ্চে, অনলাইনে কিংবা অফলাইনে, কি-বোর্ডে কিংবা ক্যামেরার সামনে; একজন দাঈ সর্বদা কোরআনের আলো ফেরি করেন। 

গণমানুষকে কল্যাণের পথে আহ্বান করেন। আশাবাদী করে তোলেন হতাশায় আচ্ছন্ন বনি আদমকে। উজ্জীবিত করেন বোধ ও বিশ্বাসের পরশে।’

মাওলানা মিজানুর রহমান আজহারী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামি আলোচক ও দাঈ। বেশ কয়েক বছর ধরে তিনি মালয়েশিয়ায় বসবাস করছেন। সেখানকার বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেন এবং ইসলামের সুমহান বাণী প্রচার করেন। দেশে থাকতে ছিলেন দাওয়া ইলাল্লাহর সঙ্গে সদা সম্পৃক্ত। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×