দাওয়া ইলাল্লাহ মৌসুমি কাজ নয়, সার্বক্ষণিক দায়িত্ব: আজহারী
- ইসলাম ডেস্ক
- প্রকাশঃ ০৭:০৩ পিএম, ১৪ নভেম্বর ২০২৪
গণমানুষকে কল্যাণের পথে আহ্বান করতে, হতাশাচ্ছন্ন মানুষকে আশাবাদী ও উজ্জীবিত করতে একজন দাঈর সার্বক্ষণিক দায়িত্ব নিয়ে কথা বলেছেন মাওলানা মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন, ‘আদ-দা’ওয়াহ ইলাল্লাহ’ কোনো মৌসুমি কাজ নয়। এটা একজন দাঈর সার্বক্ষণিক কাজ। ইটস এ্যা লাইফলং কমিটমেন্ট।’
মাওলানা আজহারী আরও বলেন, ‘দেশে কিংবা প্রবাসে, মিম্বারে কিংবা মঞ্চে, অনলাইনে কিংবা অফলাইনে, কি-বোর্ডে কিংবা ক্যামেরার সামনে; একজন দাঈ সর্বদা কোরআনের আলো ফেরি করেন।
গণমানুষকে কল্যাণের পথে আহ্বান করেন। আশাবাদী করে তোলেন হতাশায় আচ্ছন্ন বনি আদমকে। উজ্জীবিত করেন বোধ ও বিশ্বাসের পরশে।’
মাওলানা মিজানুর রহমান আজহারী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামি আলোচক ও দাঈ। বেশ কয়েক বছর ধরে তিনি মালয়েশিয়ায় বসবাস করছেন। সেখানকার বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেন এবং ইসলামের সুমহান বাণী প্রচার করেন। দেশে থাকতে ছিলেন দাওয়া ইলাল্লাহর সঙ্গে সদা সম্পৃক্ত।