জুলাই-সেপ্টেম্বরে রেকর্ড ওমরাহ যাত্রী দেখেছে সৌদি


November 16/saudi-umrah-20241230225827.jpg

চলতি ২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে রেকর্ড ৬২ লাখ ৫৪ হাজার ৭৫১ জন যাত্রী ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন। এর আগে কোনো বছরের জুলাই থেকে সেপ্টেম্বর  এত বেশি সংখ্যক ওমরাহ যাত্রীর আগমন ঘটেনি দেশটিতে।

সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির হজ এবং ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, আগের বছর ২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বরের তুলনায় ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বরে শতকরা হিসেবে ৩৫ শতাংশ বেশি ওমরা যাত্রী গিয়েছেন সৌদিতে।  

এই ওমরাহ যাত্রীদের মধ্যে শতকরা হিসেবে পুরুষ যাত্রী ছিলেন ৫৭ দশমিক ৪ শতাংশ এবং নারী যাত্রী ছিলেন ৪২ দশমিক ৬ শতাংশ। যে ৬২ লাখ ৫৪ হাজার ৭৫০ জন যাত্রী গিয়েছেন, তাদের মধ্যে  ১০ দশমিক ৭ শতাংশ ছিলেন সৌদি সরকারের অতিথি। তাদের ওমরাহ’র যাবতীয় ব্যয়ভার বহন করেছে সৌদি।

জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আগত ওমরাহ যাত্রীদের মধ্যে ২৯ দশমিক ২ শতাংশ এসেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এই বিদেশি যাত্রীদের মধ্যে পুরুষ ছিলেন ৫১ শতাংশ (১৭ লাখ ৭ হাজার ৫১৪ জন) এবং নারী ছিলেন ৪৯ শতাংশ (১৬ লাখ ৩৮ হাজার ৭৪৩ জন)।  

গত বছরের তুলনায় এ বছর সৌদির অভ্যন্তরীণ ওমরাহযাত্রীদের সংখ্যাও ছিল বেশি। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ২০২৩  সালের জুলাই-সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে অভ্যন্তরীণ যাত্রীর সংখ্যা বেড়েছে ২৯ লাখ ৬ হাজার ২৩৯ জন, যা শতকরা হিসেবে গত বছরের চেয়ে ৪২ দশমিক ৪ শতাংশ বেশি।

সূত্র : গালফ নিউজ

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×