এবার সিলেটে মাহফিল করবেন আজহারি


October 2/giu giu guigiu gui.webp

কক্সবাজার ও যশোরের পর এবার সিলেটে তাফসীরুল কোরআন মাহফিলে যোগ দিতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি। আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে শনিবার (১১ জানুয়ারি) সিলেটের এমসি কলেজ ময়দানে আয়োজিত মাহফিলে যোগ দেবেন তিনি।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আজহারি নিজেই।

মাহফিল হবে ৯, ১০ ও ১১ জানুয়ারি। ৩ দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষদিনে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা পেশ করবেন গবেষক ড. মিজানুর রহমান আজহারি।

এদিকে তার মাহফিল ঘিরে ইতোমধ্যে সিলেটের এমসি কলেজ মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শেষের পথে। এখন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ চলছে। এই মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে ধারণা আয়োজকদের।

মাহফিলের আয়োজকরা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে ৫ লাখের বেশি মুসল্লির সমাগম হবে এখানে। তাদের নিরাপত্তা ও সুব্যবস্থার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট যারাই আছেন তাদের সহযোগিতায় কাজ করা হচ্ছে। মাঠের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষের দিকে।

মিজানুর রহমান আজহারি ছাড়াও মাহফিলে তাফসির পেশ করবেন ইসলামি চিন্তাবিদ শায়েখ সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমির হামজা, মাওলানা সাদিকুর রহমান আনসারী, মাওলানা আবদুল্লাহ আল আমিন, শায়েখ ইসহাক আল মাদানিসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×