ইবাদতের ‘বসন্তকাল’ রমজান নিয়ে শায়খ আহমাদুল্লাহর স্ট্যাটাস, যা লিখলেন


Jan 2025/Feb 2025/ahmadullah-1740849343.webp

দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্যদিয়ে শুরু হলো অফুরন্ত সওয়াব অর্জনের মহিমান্বিত মাস রমজানের। এ মাসে অল্প আমলেই আছে অনেক বেশি ফজিলত। দেশের আকাশে ফজিলতপূর্ণ এ মাসের চাঁদ দেখা যাওয়ার পর মহান রবের কল্যাণ কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।

শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই স্ট্যাটাস দিয়েছেন তিনি। ইতোমধ্যে ৮ হাজারেরও বেশি মানুষ ক্যাপশনে দেয়া ওই পোস্টের মন্তব্যের ঘরে নানা মন্তব্য করার পাশাপাশি প্রায় ৯ হাজার মানুষ স্ট্যাটাসটি শেয়ার করেছেন।

স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘নতুন চাঁদের রোশনিতে শুরু হলো ইবাদতের বসন্তকাল। পাপের অন্ধকার মুছে পুণ্যের আলোয় জীবন ভরিয়ে তোলার আরও একটি সুযোগ এলো আমাদের সামনে। আহলান, সাহলান শাহরু রমাদান। এ মাসের যাবতীয় কল্যাণ-বৃষ্টিতে সিক্ত হোক আমাদের শুষ্ক উঠোন- এই পবিত্র ক্ষণে মহান রবের কাছে সেই প্রার্থনা করি।’

এছাড়াও স্ট্যাটাসের মন্তব্যের ঘরে রমজানের চাঁদ দেখে নবীজির শেখানো একটি দোয়া তুলে ধরে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘আল্লাহ, এই চাঁদকে আমাদের জন্য কল্যাণ, ঈমান, নিরাপত্তা ও ইসলামের সঙ্গে উদিত করুন। (হে চাঁদ,) আমার প্রতিপালক এবং তোমার প্রতিপালক আল্লাহ।’

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (২ মার্চ) থেকে রোজা রাখতে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×