বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন করুন বিবাহিতরাও


2024/01/y-tryrty-rty.jpg

বাংলাদেশ বিমান বাহিনীতে লজিস্টিক, অ্যাডমিন (সিভিল ইঞ্জিনিয়ারিং), এটিসি/মিটিওরলজি, এডিডব্লিউসি, লিগ্যাল শাখায় স্বল্পমেয়াদী (DE 2024B) এবং শিক্ষা (ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন ও সাইকোলজি) শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন (SPSSC 2024B) কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Your Image

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
কোর্সের নাম: লজিস্টিক, অ্যাডমিন (সিভিল ইঞ্জিনিয়ারিং), এটিসি/মিটিওরলজি, এডিডব্লিউসি, লিগ্যাল শাখায় স্বল্পমেয়াদী (DE 2024B) এবং শিক্ষা (ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন ও সাইকোলজি) শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন (SPSSC 2024B) কোর্স
পদের নাম: অফিসার ক্যাডেট

বয়স: ২৪ জুন ২০২৪ তারিখে ২০-৩০ বছর (DE 2024B কোর্সের প্রার্থীদের জন্য) এবং ২১-৩৫ বছর (SPSSC 2024B কোর্সের প্রার্থীদের জন্য)
বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত

শারীরিক যোগ্যতা

পুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি
নারীর ক্ষেত্রে কমপক্ষে ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি।
ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী
চোখের মাপ ৬ বাই ৬ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: প্রশিক্ষণকালীন ১০,০০০ টাকা (প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে বেতন)

আবেদনের নিয়ম: আগ্রহীরা joinairforce.baf.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

 


ঢাকাওয়াচ/স ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×