সরকারিভাবে কর্মী নেবে তুরস্ক, বেতন ৫১০০০
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৫:০৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪
সরকারিভাবে তুরস্কের ইউরোটেক্স টেক্সটাইল কোম্পানিতে ২০০ জন নারী কর্মী নেওয়া হবে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনায় এসব কর্মী নেবে দেশটি।
বোয়েসেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেক্সটার্সিং ওয়ার্কার পদে ১০০ জন এবং স্পিনিং, ডায়িং ও গার্মেন্ট ওয়ার্কার পদে ১০০ জন নেওয়া হবে।
আবেদনের জন্য কমপক্ষে এসএসসি বা সমমান পাস হতে হবে, উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে এবং ইংরেজি কথা বলায় পরদর্শী হতে হবে।
আবেদনের শর্ত ও বিস্তারিত
* আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;
* শ্রমচুক্তি দুই বছর তবে এটি নবায়নযোগ্য;
* শিক্ষানবিশকাল তিন মাস;
* দৈনিক ৮ ঘণ্টা ডিউটি;
* ওভারটাইম তুরস্কের শ্রম আইন অনুযায়ী;
* থাকা: কোম্পানি বহন করবে;
* কাজে থাকা অবস্থায় খাবার কোম্পানি দেবে;
* বিমানভাড়া কোম্পানি দেবে এবং
* সাপ্তাহিক ছুটি এক দিন।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য বোয়েসেলের লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই–বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে। কোম্পানির প্রতিনিধির মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
যেতে খরচ
চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ এবং আনুষঙ্গিক ব্যয়সহ মোট ৫৬ হাজার ৩৫০ টাকার পে-অর্ডার বোয়েসেলে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়
২০ ফেব্রুয়ারি, ২০২৪।
আবেদনের লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSck9DdJLLtDqF7wsE71KUMcrPow5Ugk4p6F5ey5EaJbXbuueA/viewform?pli=1
ঢাকাওয়াচ/টিআর