৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:০১ পিএম, ০৯ জানুয়ারী ২০২৫

৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২৬৭ জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়াদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি।
সিনিয়র সচিব বলেন, ‘৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২৬৭ জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন। তাদের পুনর্বিবেচনার আবেদন যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষ। দ্রুত সময়ে এটা করা হবে।’
বলে রাখা ভাল, ৪৩তম বিসিএসে উত্তীর্ণ এক হাজার ৮৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গত ৩০ ডিসেম্বর গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত ১৫ অক্টোবর এই বিসিএসে দুই হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছিল। পরে ৪৩তম বিসিএসের গেজেটভুক্তদের যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। দ্বিতীয় দফার যাচাই-বাচাইয়ে ১৬৭ জন প্রার্থী বাদ পড়েন।
গেল ২ জানুয়ারি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা তাদের নাম অন্তর্ভুক্তি ও ৫ জানুয়ারির মধ্যে নতুন করে প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানান।
একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে এবং আবেদনের সুযোগ সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।