জুসেরা ও আন্দালুসের হাত ধরেই শুরু হোক সবুজ বিপ্লব


November 16/IMG-20250207-WA0000.jpg
প্রাকৃতিক ও কেমিক্যাল-মুক্ত স্কিন কেয়ার এবং হোম কেয়ার পণ্যের জন্য সুপরিচিত ব্র্যান্ড জুসেরা ও আন্দালুস এবার পরিবেশ সুরক্ষায় এক অনন্য উদ্যোগ হাতে নিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের পণ্যগুলোর সাথে গাছের বীজ উপহার দিচ্ছে, যা ক্রেতাদের বাড়ির আঙ্গিনাকে সবুজ করে তুলবে এবং পরিবেশে অক্সিজেনের সরবরাহ বাড়াবে।

এই উদ্যোগের মাধ্যমে জুসেরা ও আন্দালুস শুধু পণ্য বিক্রয়ই নয়, বরং পরিবেশের প্রতি দায়িত্ববোধও প্রকাশ করছে। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মনোয়ার হোসাইন মনু বলেন, “আমরা এমন পণ্য নিয়ে কাজ করতে চাই যা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। আমাদের লক্ষ্য হলো মানুষকে উপকৃত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা।”

মনোয়ার হোসাইন মনু ( ম্যানেজিং ডিরেক্টর ,রংপুর কেমিক্যাল লিমিটেড) যিনি স্পেন ও বাংলাদেশের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি বাংলাদেশে পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিপণনে অগ্রণী ভূমিকা রাখছে। এই উদ্যোগকে আরও একধাপ এগিয়ে নিতে প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মনিরা হোসাইন গাছের বীজ উপহার দেয়ার প্রস্তাব করেছেন। তিনি বলেন, “আমরা চাই আমাদের গ্রাহকরা শুধু পণ্য কিনেই ক্ষান্ত হন না, বরং পরিবেশ সুরক্ষায়ও অংশ নিন। গাছের বীজ উপহার দিয়ে আমরা সবাইকে সবুজায়নে উৎসাহিত করতে চাই।"

জুসেরা ও আন্দালুসের এই উদ্যোগ পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিষ্ঠানটির পণ্যগুলো যেমন ত্বক ও ঘরের যত্নে নিরাপদ, তেমনি তাদের এই উদ্যোগ প্রকৃতির যত্নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
পরিবেশবান্ধব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পরিবেশপ্রেমীরা বলছেন, এ ধরনের পদক্ষেপ অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও অনুসরণীয়। প্রতিটি বাড়িতে একটি করে গাছ থাকলেও তা পরিবেশের জন্য বিশাল অবদান রাখতে পারে।

জুসেরা ও আন্দালুসের এই উদ্যোগ শুধু বাংলাদেশেই নয়, স্পেনসহ তাদের অন্যান্য বাজারেও প্রশংসা কুড়িয়েছে। আসুন, আমরা সবাই এই উদ্যোগকে সমর্থন করি এবং নিজেদের বাড়িতে একটি গাছ রোপণ করে পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করি।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×