কবিতা: দুর্বোধ্য ।। উম্মে সালমা চৌধুরী

  • প্রকাশঃ ০১:৫১ পিএম, ২১ মার্চ ২০২৫

March 2025/Umme Salma.jpg
উম্মে সালমা চৌধুরী

জীবন, কী নিদারুণ দুর্বোধ্য!
প্রতিনিয়ত বক্ররেখায় চলমান।
বুঝিবার আগেই ঊর্ধে উঠিয়া যায়, ফের নিম্নে ধাবিত হয়।
জীবন যেন নিজেই 
তাহার পান্ডুলিপি লিখে যায়।।

যেথা সুন্দর কুৎসিত এক মুদ্রার 
এপিঠ ওপিঠে রয়,
এমন মুদ্রা ভয় পাই তাই 
করিতে সঞ্চয়।
কেমনে বুঝিবো খাঁটি মুদ্রা, কেমনে করিবো পরখ?

জীবন কভু রঙিন সকাল, কখনো আঁধার রাত্রি,
জীবনের পথে হেঁটে চলাতে কেবল নিজেই নিজের সঙ্গী।।

কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×