কবিতা: দুর্বোধ্য ।। উম্মে সালমা চৌধুরী
- প্রকাশঃ ০১:৫১ পিএম, ২১ মার্চ ২০২৫

জীবন, কী নিদারুণ দুর্বোধ্য!
প্রতিনিয়ত বক্ররেখায় চলমান।
বুঝিবার আগেই ঊর্ধে উঠিয়া যায়, ফের নিম্নে ধাবিত হয়।
জীবন যেন নিজেই
তাহার পান্ডুলিপি লিখে যায়।।
যেথা সুন্দর কুৎসিত এক মুদ্রার
এপিঠ ওপিঠে রয়,
এমন মুদ্রা ভয় পাই তাই
করিতে সঞ্চয়।
কেমনে বুঝিবো খাঁটি মুদ্রা, কেমনে করিবো পরখ?
জীবন কভু রঙিন সকাল, কখনো আঁধার রাত্রি,
জীবনের পথে হেঁটে চলাতে কেবল নিজেই নিজের সঙ্গী।।
কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম