ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সেলিম, সা. সম্পাদক যতন


2019/12/lih-oh.jpg

ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার রাতে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি জাফর সেলিম, সাধারণ সম্পাদক পদে যুগান্তরের ফেনী প্রতিনিধি যতন মজুমদার নির্বাচিত হয়েছেন।

 

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এম শাহজাহান সাজুর নেতৃত্বে তিন নির্বাচন কমিশনার ১০ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সভাপতি জাফর সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের ফেনী প্রতিনিধি ওমর ফারুক ও কোষাধ্যক্ষ পদে দৈনিক সময়ের আলোর ফেনী প্রতিনিধি, মাঈন উদ্দিন পাটোয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

 

বুধবার রাতে সদস্যদের ভোটে সহ-সভাপতি পদে মসিমেলার সম্পাদক অ্যাডভোকেট ইসমাঈল হোসেন সিরাজী, সাধারণ সম্পাদক পদে যুগান্তরের ফেনী প্রতিনিধি যতন মজুমদার, কার্য নির্বাহী সদস্য পদে দৈনিক ভোরের কাগজের ফেনী প্রতিনিধি শুকদেব নাথ তপন, ইত্তেফাকের ফেনী প্রতিনিধি হাবিবুর রহমান খাঁন, দৈনিক ফেনীর সময় সম্পাদক ও নয়া দিগন্তের ফেনী প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক স্টার লাইনের বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার, দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক,৭১ টিভির ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু নির্বাচিত হয়েছেন।


ঢাকাওয়াচ/স ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×