অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেছে ওনাব


News Defalt/onab.jpeg

 ছাত্রজনতার এক রক্তক্ষয়ী অভুত্থানে স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে এই সরকারের সফলতা কামনা করেছে বাংলাদেশ অনলাইননিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)। 

Your Image

এক বিবৃতিতে ওনাব নেতৃবৃন্দ বলেন, এই সরকারের সামনে চ্যালেঞ্জ অনেক-আইন শৃঙ্খলাপরিস্থিতির উন্নয়ন, প্রশাসন,বিচারবিভাগ এবং পুলিশবাহিনীর মনোবল ফিরিয়ে আনা সবচেয়ে জরুরি। এ ছাড়াও রয়েছে দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা।

আশাকরি, ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্ত্বাধীন এ সরকার সফলতার সঙ্গে কাজগুলো করে সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে। 

ওনাব সভাপতি মোল্লাহ এম আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের গণতন্ত্রে উত্তোরণের কাজে সব ধরণের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে সকল গণমাধ্যমকে ভয়ভীতির উর্ধ্বে উঠে কাজ করার সুযোগ দেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×