মনপুরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নির্বাচিত হলেন ‘দ্য স্টার নিউজ’র প্রকাশক সীমান্ত হেলাল


News Defalt/InShot_20240815_161224128.jpg

ভোলার মনপুরায় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জাতীয় অনলাইন ‘দ্য স্টার নিউজ টুয়েন্টিফোর ডটকম’ পত্রিকার সম্পাদক ও প্র্রকাশক সীমান্ত হেলালকে প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে এবং মোঃ অহিদুর রহমানকে (দৈনিক আমাদের নতুন সময়) সভাপতি নির্বাচিত করা হয়। 

Your Image

বুধবার (১৪ আগস্ট) রাত ৮ টায় মনপুরা প্রেস ক্লাব ভবনে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের সাবেক সহসভাপতি মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে ক্লাবের সকল সদসদের সিদ্ধান্তক্রমে এ কমিটি ঘোষনা করেন মনপুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মাহবুবুল আলম শাহীন।

পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটিতে মোঃ শহীদুল ইসলামকে সহসভাপতি, এস. ডি দূর্জয়কে সাংগঠনিক সম্পাদক, মোঃ আল মামুনকে অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও ক্লাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, মনপুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আমীর হোসেন হাওলাদার, মোঃ মাহবুবুল আলম শাহীন, মোঃ আলমগীর হোসেন, সাবেক সাধারন সম্পাদক মোঃ সালাহ উদ্দিন ও আবদুল্লাহ জুয়েল।

মনপুরা প্রেস ক্লাবের এই নবগঠিত কমিটিকে উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নের্তৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×