সাময়িক সম্প্রচার বন্ধ গ্লোবাল টিভির


News Image/global-tv-1725967754.jpg

বেসরকারি গ্লোবাল টেলিভিশনের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিএল জানায়, বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় তাদের সম্প্রচার সাময়িক বন্ধ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও যথাসময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় গ্লোব মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্লোবাল টেলিভিশন) সম্প্রচার সেবা আজ দুপুর ২টায় বিছিন্ন করা হয়েছে। বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনরায় সম্প্রচার চালু করা হবে।

এর আগে গত ১৯ আগস্ট একই কারণে গ্রিন টেলিভিশনের সম্প্রচার সাময়িক বন্ধ ঘোষণা করে বিএসসিএল।  টেলিভিশনটির সম্প্রচার সেবা এখনও বিচ্ছিন্ন অবস্থায় আছে।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×