কারাগারে সাংবাদিক নেতা মোল্লা জালাল


October 2/jalal-20241105115505.jpg

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। 

নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালেদ মুনসুর বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক নারীর করা মামলায় রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে সাংবাদিক নেতা মোল্লা জালালকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়নি।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×