সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার 'ঢাকাওয়াচ টুয়েন্টিফোর'র হেলাল লিটন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:২৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪
ভোলার তজুমদ্দিনে হামলার শিকার হয়েছেন ঢাকাওয়াচ টুয়েন্টিফোরের তজুমদ্দিন প্রতিনিধি হেলাল উদ্দিন লিটন। রবিবার (১৫ ডিসেম্বর) উপজেলার পাটওয়ারীর দোকান এলাকায় তিনি হামলার শিকার হন। এসময় পত্রিকার আইডিকার্ড, মোবাইল ফোন, নগদ টাকা নিয়ে যায় হামলাকারীরা।
সুত্রে জানা যায, উপজেলার পাটওয়ারীর দোকান এলাকায় তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শামছুদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ শিবির, নান্নু মিয়াসহ স্থানীয় নেতাকর্মিরা ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচার করেন। এ সময় মেজর হাফিজ পন্থী বাচ্চু এসে জিয়াউর রহমানের ভাষণ প্রচারে বাঁধা দেয়, এনিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সংবাদ পেয়ে তথ্য সংগ্রহ করতে ঢাকাওয়াচ টুয়েন্টিফোরের তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি ও তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন সেখানে উপস্থিত হলে তার উপর অতর্কিত হামলা করেন বাচ্চু, ইকবাল, রবিউল ডুবাই, ইকবাল হোসেন, রিপন, কিবরিয়া, শাহীন, জুয়েল, রামিম, নিরবসহ একটি সংর্ঘবদ্ধ গ্রুপ। হামলায় সাংবাদিক হেলাল উদ্দিন লিটন সহ কয়েকজন আহত হয়।
জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান ঘটনাটি আমরা শুনেছি লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।