আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাচসাস


December 2024/Bassas.jpg

চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী সামনে রেখে চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে নিবিড় যোগাযোগ ও বন্ধুত্ব স্থাপনের উদ্দেশ্যে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) উদ্যোগে বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ও চীনের গণমাধ্যমের মধ্যে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাথে সমঝোতা স্মারক সই হয়। জাতীয় প্রেস ক্লাব ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাথেও সমঝোতা সই হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও বাচসাসের সিনিয়র সদস্য হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। 

উপস্থিত ছিলেন চীন ও বাংলাদেশের গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্টজনরা। 

এ সময় বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল উপস্থিত ছিলেন। 

বাচসাসের জন্য এ এক বড় অর্জন। এর মাধ্যমে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাচসাসের যাত্রা শুরু হল।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×