মা হারালেন সাংবাদিক শেখ শাফায়াত হোসেন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:০৬ পিএম, ১৪ জানুয়ারী ২০২৫

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর কার্যনির্বাহী কমিটির আইসিটি ও প্রশিক্ষণ সম্পাদক এবং সকাল সন্ধ্যার জ্যেষ্ঠ প্রতিবেদক শেখ শাফায়াত হোসেনের মা সুফিয়া কেরামত (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকাল ৯টা ৫৫ মিনিটে খুলনার দৌলতপুর থানার দেয়ানা গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সুফিয়া কেরামত দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ব্লাড প্রেসারে আক্রান্ত থাকা অবস্থায় প্যারালাইজড হয়ে ছয়মাসেরও বেশি সময় ধরে শয্যাশায়ী ছিলেন। তাঁর জন্ম ১৯৬৭ সালের ২২ মার্চ । মৃত্যুকালে তিনি এক ছেলে এবং দুই কন্যাসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর খুলনার গোয়ালখালি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
শেখ শাফায়াত হোসেনের মায়ের মৃত্যুতে ইআরএফ এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি দৌলত আকতার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম গভীর শোক প্রকাশ করেছেন। ইআরএফ নেতৃবন্দ এক শোক বার্তায় শাফায়াত হোসেনের মায়ের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সহমর্মিতা জানান।