অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় অনুষ্ঠিত


October 2/ty utyu tyu.jpg

অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বেলা ১১টায়। রাজধানীর সার্কিট হাউজ রোডের তথ্য ভবনে সভায় উপস্থিত ছিলেন কমিশন প্রধান কামাল আহমেদ। 

সভায় গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে অনলাইন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন প্রদানের লক্ষ্যে নীতিমালা সংশোধন, অনলাইন গণমাধ্যম বাৎসরিক নবায়ন সিস্টেম বাতিল, অনলাইন গণমাধ্যমে সংবাদকর্মীদের চাকরির সুরক্ষায় নীতিমালা প্রণয়ন, সম্প্রচার আইন ও অনলাইন গণমাধ্যম নীতিমালার আলোকে স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বাংলানিউজ টোয়েন্টিফোরের সম্পাদক লুৎফর রহমান হিমেল, জাগোনিউজ টোয়েন্টিফোরের ভারপ্রপ্ত সম্পাদক কেএম জিয়াউল হক, ঢাকাওয়াচ টোয়েন্টিফোরের সম্পাদক সাখাওয়াত সজীব, বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান বার্তা সম্পাদক জাহিদুল কবীর, ঢাকামেইলের প্রধান বার্তা সম্পাদক হারুন জামিল, দ্য রিপোর্ট টোয়েন্টিফোরের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, ওনাবের সাধারণ সম্পাদক শাহীন চোধুরী, ভারপ্রাপ্ত সভাপতি লতিফুল বারী হামিম।

সভায় কমিশনের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরীন, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আবদাল আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন বৈঠকে উঠে আসা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে সুপারিশ করবেন।

প্রসঙ্গত, দেশের গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠন করে অন্তবর্তী সরকার।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×