বিশ্ব বেতার দিবস উপলক্ষে চট্টগ্রাম বেতারের নানা আয়োজন
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:০৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বেতার ও জলবায়ু পরিবর্তন এই স্লোগানে ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পালিত হবে বিশ্ব বেতার দিবস ২০২৫।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালন নয়টা থেকে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র নানা আয়োজন করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ বেতার চট্টগ্রামের পরিচালক মো. মাহফুজুল হক।
অনুষ্ঠানে শিল্পী, কলাকুশলী, সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।