‘ওনাব’-এর নির্বাহী কমিটি ভেঙ্গে এডহক কমিটি গঠন


Feb 2025/Onab.jpg

অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বাংলাদেশের (ওনাব) নির্বাহী কমিটি ভেঙ্গে দিয়ে এডহক কমিটি গঠন করা হয়েছে। 

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরী করার জন্য শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি লতিফুল বারী হামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

নতুন গঠিত এডহক কমিটির আহ্বায়ক হয়েছেন মোস্তফা কামাল মজুমদার, যুগ্মআহ্বায়ক লতিফুল বারী হামিম ও সদস্য সচিব হয়েছেন শাহীন চৌধুরী।

এডহক কমিটির সদস্যরা হলেন- আলীমুজ্জামান হারুণ, তৌহিদুল ইসলাম মিন্টু, আশরাফুল কবির, মো. মোস্তাকিম সরকার, রফিকুল বাসার, অয়ন আহমেদ, মহসিন হোসেন, মাহবুবা ইসলাম কাকলী, সাখাওয়াত হোসেন সজিব ও সৈয়দ আরিফুজ্জামান। 

সভায় উপস্থিত ছিলেন শাহীন চৌধুরী, আশরাফুল কবির, মোস্তাকিম সরকার, অয়ন আহমেদ, তৌহিদুল ইসলাম মিন্টু, মহসিন হোসেন ও রফিকুল বাসার। 

সভায় আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল মজুমদার ও আলীমুজ্জামান হারুণ।
 
সভায় যত দ্রুত সম্ভব সংগঠনের সদস্য তালিকা চূড়ান্ত করে একটি সাধারণ সভা আহ্বানের প্রস্তাব গৃহীত হয়। 

সভায় জাতীয় গণমাধ্যম কমিশনের সাথে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকের বিষয় সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী সবাইকে অবহিত করেন। এছাড়া সদস্যদের দাবি দাওয়া বাস্তবায়নের জন্য অবিলম্বে তথ্য উপদেষ্টা ও তথ্য সচিবের সাথে বৈঠক অনুষ্ঠানের প্রস্তাব গৃহীত হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×