বাঘের মতো দেখতে অথচ বাঘ নয়, অদ্ভুত এই প্রাণীকে ঘিরে চাঞ্চল্য
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:২৪ পিএম, ১২ জানুয়ারী ২০২০
বাঘের মত দেখতে অথচ মোটেও বাঘ নয়। বাঘের ছানাও নয়। এমনই এক প্রাণীকে ঘিরে ভারতের নদিয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শহরের বাপুজি স্কুল সংলগ্ন এলাকায় রবিবার সকাল থেকে এমনই এক প্রাণীকে নিয়ো সোরগোল বেঁধে যায়। আর তারই মধ্যে গা ঢাকা দেয় সেই অবাক দেখতে সেই প্রাণীটি। খবর দ্য ওয়াল এর।
এদিন সকাল সাতটা নাগাদ পথচলতি মানুষ জঙ্গলের ভিতর থেকে গর্জন শুনতে পেয়ে তাকাতেই চোখে পড়ে বাঘের মতো প্রাণীটি। মুহূর্তের মধ্যে কথা জানাজানি হতেই প্রচুর ভিড় জমে যায় প্রাণীটিকে দেখতে। কারও মতে চিতাবাঘ, কেউ বা বলছেন বাঘের বাচ্চা। খবর দেওয়া হয় বন দফতরকে। তবে সে সবের মধ্যেই প্রাণ ভয়ে অন্যত্র গা ঢাকা দেয় প্রাণীটি।
স্থানীয় বাসিন্দা রাজা মৈত্র জানান, আজ সকাল সাতটা নাগাদ কানে খবরটি আসা মাত্রই ঘটনাস্থলে আসি। জনগণ যাতে তাকে অত্যাচার না করতে পারে সেদিকে নজর রাখি। ঘণ্টা খানেক থাকার পরে লোকালয়ের মধ্যেই গা ঢাকা দেয় প্রাণীটি। জনবহুল এলাকায় এই ধরনের প্রাণীটি আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে। অনেকের অনুমান, এলাকায় আরও বেশ কয়েকটি এই রকম প্রাণী আছে।
ঢাকাওয়াচ/স