জেসিআই ঢাকা ফাউন্ডারসের নতুন বোর্ড ঘোষণা


News Defalt/Hhhggfggagahaha0026.jpg

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ফাউন্ডারস ২০২৫ সালের জন্য তাদের নতুন বোর্ড ঘোষণা করেছে। 

Your Image

গত ২ ডিসেম্বর ঢাকার গুলশান ১ এলাকায় একটি হোটেলে অনুষ্ঠিত সাধারণ সভায় (জিএ) এই বোর্ড গঠিত হয়।

২০২৫ সালের জন্য এস এম মেহেদী হাসান নতুন লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। নতুন বোর্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট নাহিদ হাসান এবং লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আশিকুল ইসলাম তমাল। বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চেয়ারপারসন আমজাদ শুভ, স্ট্র্যাটেজিক প্ল্যানিং কমিশনার সুলতানা রাজিয়া, লোকাল জেনারেল লিগ্যাল কাউন্সেল সাইদুর মামুন খান, লোকাল ভাইস প্রেসিডেন্ট নাহরায় জান্নাত, রিফাতুল হক এবং আফশানা রহমান দিয়া। লোকাল সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফুল রহমান। এছাড়াও, নতুন বোর্ডে আরও ১১ জন সক্রিয় সদস্য রয়েছেন, যারা চ্যাপ্টারটির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

লোকাল প্রেসিডেন্ট এস এম মেহেদী হাসান

অনুষ্ঠানে জেসিআই ঢাকা ফাউন্ডারসের আইপিএলপি এম আসিফ রহমান, জেসিআই বাংলাদেশের জাতীয় প্রেসিডেন্ট ইমরান কাদির এবং অন্যান্য জাতীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেসিআই একটি আন্তর্জাতিক, অলাভজনক এবং অরাজনৈতিক সংস্থা, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নেতৃত্ব বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে। জেসিআই ঢাকা ফাউন্ডারস, দেশের অন্যতম উদ্যমী ও সফল চ্যাপ্টার হিসেবে, এ পর্যন্ত অসংখ্য উল্লেখযোগ্য প্রকল্প ও কার্যক্রম সম্পন্ন করেছে।

নতুন বোর্ড তাদের দায়িত্ব পালনে এবং নেতৃত্বের নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×