ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্মরণে দোয়া মাহফিল


News Defalt/e507122a-f319-441c-ac37-910befc4addf.jpg

রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানা ৩৭ নং ওয়ার্ড নবাববাড়ি ইউনিট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি)'র উদ্যাগে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক মরহুম হাবিবুর রহমান হাবিব, ৩৭ নং বিএনপির সাবেক কাউন্সিলর এম, এ,সামাদ ও ৩৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি খাজা আয়া জুর রহমান আয়াজের স্মরণে শুক্রবার বাদ এশা নবাববাড়ি জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Your Image

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সভাপতি এবিএম পারভেজ রেজা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নবাববাড়ি জামে মসজিদের খতিব মুফতি নজরুল ইসলাম (দা:বা)।

নবাববাড়ি ইউনিট বিএনপি'র সভাপতি খাজা শাহাবুদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন হাজী মোঃ শাহ আলম, সূত্রাপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আক্তার হোসেন,পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম, সহ- সভাপতি মো,মোস্তাফিজুর রহমান মোস্তাক, ব্যারিস্টার সাইফুর রহমান, মরহুম এম,এ সামাদের ছেলে মাসুদ রানা , বি,এন,পি, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব ও বিএনপির দুই নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×