রাশিয়ায় মানবপাচারকারী চক্রের হোতা তামান্না জেরিন বিমানবন্দরে গ্রেফতার


5Feb 2025 (Naeem)/kidnapping.png

রাশিয়ায় মানবপাচারে অভিযুক্ত তামান্না জেরিন নামের সেই নারীকে নেপাল পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূল হোতা বলে জানিয়েছে সংস্থাটি। তার পাঠানো লোকজনকে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা রয়েছে।

সম্প্রতি ঢাকার ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়া গিয়ে দালালের খপ্পরে পড়ে দুই বাংলাদেশিকে অংশ নিতে হয়েছে যুদ্ধে। গত ২৬ জানুযারি ড্রোন হামলায় প্রাণ হারান তাদের একজন হুমায়ুন কবির। তিনি ও তার দুলাভাই রহমত আলীকে প্রতি মাসে আড়াই লাখ টাকা বেতনের প্রলোভন দেখিয়ে গত বছরের ২৮ অক্টোবর রাশিয়ায় পাঠানো হয়েছিল।

এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে মানবপাচার চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। যার নেপথ্যে পাওয়া যায় তামান্না জেরিনের নাম। এরপরই তার ওপর নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে নেপাল পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন তিনি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×