সারজিস আলমের ফেসবুক পোস্ট ‘আমরা ঐক্যবদ্ধ’


5Feb 2025 (Naeem)/sar-has-nah.webp

ফ্যাসিবাদ ও বহিঃশক্তির আগ্রাসনের বিরুদ্ধে হুশিয়ারি বার্তা দিয়ে দিয়ে ফেসবুকের এক পোস্টে সারজিস আলম লিখেছেন, আমরা ঐক্যবদ্ধ। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একথা লিখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি লিখেন, মতপার্থক্য হবে, পক্ষে বিপক্ষে কথা হবে, যুক্তিতর্ক হবে, ভুল হবে আবার ভুল থেকে সংশোধন হবে কিন্তু খুনি হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও নিজের ছবি সংবলিত ঐ পোস্টে তিনি লিখেন, ৬ জুন সকাল থেকে একসাথে যে পথচলা শুরু হয়েছিল সেটা খুনি হাসিনার পতন পর্যন্ত পৌঁছেছিল। কারণ আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ ছিলাম। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।  

মতপার্থক্য হবে, পক্ষে বিপক্ষে কথা হবে, যুক্তিতর্ক হবে, ভুল হবে আবার ভুল থেকে সংশোধন হবে কিন্তু খুনি হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। ২৪ এর গনহত্যার বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ, যেকোনো বহিঃশক্তির আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

এদিকে সারজিসের এই পোস্ট নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সারজিসের লেখার সাথে সমর্থন জানিয়ে একই কথা লিখেন তিনিও।   

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×