বইমেলায় অসুস্থ হয়ে এক নারীর মৃত্যু


5Feb 2025 (Naeem)/Book-Fair-dead.jpg

অমর একুশে বইমেলায় অসুস্থ হয়ে নাজনীন আক্তার (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত ওই নারীর চাচাতো ভাই তপন বলেন, `আমার বোন সন্ধ্যার দিকে বইমেলায় আসেন। বাংলা একাডেমির সামনে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

তিনি জানান, রাজধানীর শ্যামপুরের আসিন গেট এলাকার সালাহউদ্দিন আহমেদ চৌধুরীর মেয়ে নাজনীন। তার স্বামীর নাম মোহাম্মদ ইশরাক হোসেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, `মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।'

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×