যাত্রাবাড়ীতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো যুবকের


5Feb 2025 (Naeem)/road accident.jpg

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মো. রিংকু (২২) নামে যুবক নিহত হয়েছে। তিনি কাঠমিস্ত্রীর কাজ করতেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে যাত্রাবাড়ীতে আল ফারুক সিএনজি ফিলিং স্টেশনের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির কোনও যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

মৃতের স্ত্রী জান্নাতুল আক্তার সাবিহার বরাত দিয়ে এসআই আরও বলেন, ‘মৃত রিংকু সানারপাড়ে একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন। তিনি শবে বরাত উপলক্ষে রোজা রাখার জন্য ভোরে সেহেরি খেয়ে নামাজ পড়তে বের হয়েছিল। এসময় সড়কে কোনও যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।’ তবে কোন গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে, তা তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

মৃত রিংকু যশোর জেলার চৌগাছা উপজেলার কালিকুড়ি গ্রামের আব্দুল আলীমের ছেলে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×