ছিনতাইয়ের ভিডিও নিয়ে বিতর্ক, ক্ষমা চাইলেন সংশ্লিষ্টরা


Jan 2025/Hatirjheel-01-510156a86c76539a3e10a5569aa0545a.jpg

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রাজধানীর হাতিরঝিলে ‘অস্ত্র ঠেকিয়ে’ ছিনতাইয়ের ৩২ সেকেন্ডের একটি ভিডিও নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। ভিডিওটি আপলোড করেছিলেন একটি ইউটিউব টিমের একজন সদস্য, যা পরে বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডি থেকে ছড়িয়ে পড়ে। এর ফলে সংশ্লিষ্টরা নানা হুমকি ও সমালোচনার মুখে পড়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভিডিও নির্মাতারা এক ভিডিও বার্তায় দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। ভিডিওতে থাকা ব্যক্তিরা একটি ভিডিও বার্তায় জানান, ‘এটি মূলত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নির্মিত একটি শর্ট ফিল্মের অংশ ছিল। তবে ভিডিওটির একটি অংশ ভুলবশত অনলাইনে ফাঁস হয়ে যায়, যা বিভ্রান্তির সৃষ্টি করেছে।’

তারা বলেন, আমরা এখনও একই পোশাকে আছি। দয়া করে এ নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। যদি ভুল হয়ে থাকে, আমরা দেশ ও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছি।

ভিডিওতে ইয়াসিন নামে এক ব্যক্তি বলেন, ‘আমরা কোনও চক্রান্তের শিকার নই। ব্যক্তিগতভাবে আমি দুবাই প্রবাসী ছিলাম এবং জুলাই আন্দোলনের সময় গ্রেফতার হয়ে কারাভোগ করেছি। এরপর দেশে ফিরে এসেছি। অনেকে এটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন, যা দুঃখজনক। তবে এমন ঘটনার জন্য আমরা দেশবাসীর কাছে আবারও ক্ষমাপ্রার্থী।’

এদিকে এই ঘটনার নিয়ে সতর্কবার্তা দিয়েছে পুলিশ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এক বিবৃতিতে বলেন, ‘পূর্ণাঙ্গ ঘটনা না জেনে সামাজিক যোগাযোগমাধ্যমে খণ্ডিত ভিডিও প্রচার করা জনমনে শঙ্কা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে পারে। ফলে এমন ভিডিও নির্মাণ এবং প্রচারে শতর্কতা অনুসরণ করতে হবে।’ তিনি সবাইকে প্রকৃত ঘটনা যাচাই না করে বিভ্রান্তিকর ভিডিও শেয়ার না করার অনুরোধ জানান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×